কাঁদো প্রিয় দেশ ...
শবযাত্রায় চলেছে দেশ। সেই কফিন পুরুষতন্ত্রের নয়। পুরুষতন্ত্র সেই কফিনের বাহক, ধর্মতন্ত্র সেই কফিনের বাহক, একনায়কতন্ত্র সেই কফিনের বাহক, জাতিতন্ত্র সেই কফিনের বাহক— সেই কফিনের দেহ মানবতার। সেই কফিনে বন্দী গণতন্ত্র, সেই কফিনে বন্দী বাক। আমরা সকলেই আজ সেই কফিনের বাহক হয়ে দাঁড়িয়েছি। হাথরাস পরবর্তীতে যে যেখানে দাঁড়িয়ে ...
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 06 October, 2020 | 904 | Tags : Hathras Horror Patriarchy Rape Culture Oppression of the Dalits